বিনামূল্যে চিকিৎসা সেবা হ্যালো হসপিটালের প্রথম বর্ষপূর্তি

| বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:৪৮ অপরাহ্ণ

করোনার ক্রান্তিলগ্নে প্রতিষ্ঠিত শামসুল হক ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা হ্যালো হসপিটালের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান গত মঙ্গলবার চান্দগাঁওস্থ ফাউন্ডেশন প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন। সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মো. শওকত আরাফাত। শুভেচ্ছা বক্তব্য দেন, চবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মঈনুর রহমান ও চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক রোটারিয়ান মুহাম্মদ রিজোয়ান শাহেদী। হসপিটালের এক বছরের স্বাস্থ্যসেবার তথ্য উপস্থাপন করেন শেখ আব্দুল মনির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাদ্য সহায়তা কর্মসূচি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের মাস্ক বিতরণ কর্মসূচি শুরু