বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন পিছিয়ে পড়তে পারে

বিজিএমইএ’র উদ্বেগ

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

সরকার কর্তৃক বিদ্যুতের ইউনিট প্রতি মূল্য ৮% বৃদ্ধির (গড়ে ৭০ পয়সা বৃদ্ধি) কারণে পোশাক শিল্পের উৎপাদন খাতে খরচ বৃদ্ধি পাবে, যা রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে নেতিবাচক প্রভাব ফেলবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের ফলে মুদ্রাস্ফীতির কারণে রপ্তানি আদেশ দিন দিন কমে যাচ্ছে। অপরদিকে বিদ্যুতের লোডশেডিংসহ মূল্যবৃদ্ধির কারণে পোশাক শিল্পের উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা দুরূহ হয়ে পড়ছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাকের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। ফলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে বিলম্ব / সমস্যার কারণে শ্রমিক অসন্তোষসহ এই সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির সমূহ আশংকা রয়েছে মর্মে বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চলমান রাশিয়াইউক্রেন ও ইসরায়েলফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষপটে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও টালমাটাল অবস্থা বিরাজ করছে। এই প্রেক্ষিতে সরকার বিদ্যুতের ইউনিট প্রতি মূল্য বৃদ্ধির কারণে পোশাক শিল্পের উৎপাদন ব্যয় আরো বৃদ্ধি পেয়ে রপ্তানি বাধাগ্রস্ত হবে। প্রধানমন্ত্রীর রপ্তানি বান্ধব সাহসী সিদ্ধান্তের ফলে গত ২০২২২০২৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৪৬.৮০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও ০.১৯ বিলিয়ন মার্কিন ডলার বেশি রপ্তানি করেছে। এর ধারাবাহিকতায় জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট খাতে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করার জন্য বিজিএমইএ নেতৃবৃন্দ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় আগুনে পুড়ল ১৫ দোকান ও এক বসতঘর
পরবর্তী নিবন্ধবাঁশখালী উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা