বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ চাই

| শনিবার , ৪ জুন, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চলে চলুক। ওই পর্যায়ের শিক্ষার্থীরা রাজনীতির ভালো মন্দ বুঝে। বুঝে শুনে সিদ্ধান্ত নেয় রাজনীতিতে তার অবস্থান কেমন হবে। কিন্তু স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা তো এসব বিষয়ে একেবারে কাঁচা। সদ্য শৈশব কাল পেরোনো এ কিশোররা বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালের মতো আবেগের সময় পার করছে। এ সময়ে তাদের প্রয়োজন সঠিক একটা গাইডলাইন। যাতে তারা তাদের এ কঠিন ও মধুর সময়ে বিপথগামী না হয়। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। হঠাৎ ঠিক এই সময়ে কথিত বড় ভাই নামে কিছু লোক তাদের এ তারুণ্যের আবেগকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য। টাকা কিংবা ক্ষমতার লোভ দেখিয়ে এ ছাত্রগুলোকে বিপথগামী করে তোলে। আর এদেরকে আশ্রয় দেয় এলাকার কিছু নেতা। ফলে দেখা যাচ্ছে স্কুল ভিত্তিক গড়ে উঠছে কিছু গ্রুপ কিংবা উপগ্রুপ। ফলে কোমলমতি শিক্ষার্থীরা দিন দিন নানা অপকর্মে জড়িয়ে পড়ছে। এলাকার রাজনৈতিক নেতাদের ভয়ে শিক্ষকরা এসব ছাত্রদের নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্যালয়গুলোতে যাতে সম্পূর্ণ নিরাপদ পরিবেশে শিক্ষার্থীদের পড়ানো যায় এবং স্থানীয় অপরাজনীতি থেকে মুক্ত থাকে সে ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

মোহাম্মদ ইয়াছিন উদ্দীন সাকিব

বায়েজিদ, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধগাছ লাগান, পরিবেশ বাঁচান
পরবর্তী নিবন্ধগিওর্গি লুকাস : দার্শনিক ও সাহিত্য সমালোচক