গাছ লাগান, পরিবেশ বাঁচান

সুমন মজুমদার | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

প্রতিটা সরকারের আমলে একটা শ্লোগান থাকে, ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’। আসলে আমরা জনগণ সরকারের এই শ্লোগানকে কতটুকু মূল্যায়ন কিংবা বাস্তবায়ন করি? কিছু মানুষ হয়তো ব্যবসায়িক মুনাফা অর্জন করার জন্য গাছ লাগাচ্ছেন, তা কতজন? আমরা তো বনজঙ্গল, রাস্তার পাশে বড় বড় গাছ ও বসত বাড়ির ভেতরে যেসব গাছ ছিল, প্রয়োজন অপ্রয়োজনে সেসব গাছ কেটে ধ্বংস করে দিচ্ছি। একটা সময় ছিল বাড়ির আঙ্গিনায় মৌসুমী ফলের চারাগাছ লাগানো হতো। যা খেয়ে আমরা আমাদের চাহিদা পূরণ করতাম। এইসব ফলের মধ্যে কোনো ফরমালিন ছিল না, শরীর থাকতো সুস্থ। এখন তো বাজার থেকে ফরমালিনযুক্ত ফল কিনে খেতে হয়। অপরিকল্পিত বসত বাড়ি করতে গিয়ে ও বেশি আধুনিক হতে গিয়ে আমরা বাড়ি ও বাড়ির আঙ্গিনায় থাকা সব গাছ কেটে দিয়েছি। বাজার থেকে বাচ্চাদের জন্য ফরমালিনযুক্ত মৌসুমী ফল কিনে দিয়ে তাদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলছি। আগে বৃষ্টির দিনে বজ্রপাত হলে তার আঘাত মানুষের ওপর তেমন আসতো না। মানুষের ক্ষয়ক্ষতি ও মৃত্যুর সংখ্যা কম হতো। এখন বড় বড় গাছ না থাকার জন্য বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা প্রতি বছর বেড়ে চলার আশংকা দেখা দিচ্ছে।

সেই সাথে জলবায়ু পরিবর্তন বিকট আকার ধারণ করছে। দেশের আবহাওয়া পরিবর্তিত হচ্ছে। গাছপালা কমে যাওয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের আধিক্যের কারণে পরিবেশের তাপমাত্রা ক্রমশ বেড়েই চলেছে, ফলে অত্যধিক গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। গাছ যত বেশি গাছ লাগানো হবে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের আধিক্য তত কমে যাবে এবং অনুকূল পরিবেশ বজায় থাকবে। গাছ আমাদের সকলের বিপদের বন্ধু। যত বেশি গাছ লাগাবো আমাদের সন্তান ততবেশি নিরাপদ থাকবে। বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা কমবে। এখন গাছ লাগানোর উপযুক্ত সময়। আসুন আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।

পূর্ববর্তী নিবন্ধনদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে
পরবর্তী নিবন্ধবিদ্যালয়ে নিরাপদ পরিবেশ চাই