বিদেশী জাহাজের ধাক্কায় ডুবে গেল লবণ বোঝাই নৌকা

চার নাবিক উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া একটি নৌকার চার নাবিককে উদ্ধার করেছে নৌবাহিনী। গতকাল শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নৌবাহিনী সূত্র জানিয়েছে, এমভি এনড্রোমেডা নামের একটি বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে মায়ের দোয়া নামের একটি লবণ বোঝাই নৌকা ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর এন্টি স্মাগলিং টিম দুটি হাইস্পিড বোট নিয়ে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় সাগরে ভাসমান অবস্থায় নৌকার চার মাঝিকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন মোহাম্মদ নুরুল আলম (৫০), সাদ্দাম (২০), রহিম মোল্লা (২০) এবং নয়ন সিদ্দিক (২১)। এরা সবাই কঙবাজার এলাকার বাসিন্দা। উদ্ধারকৃতদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে নৌবাহিনী। পরবর্তীতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভোটে দুই সতীন ছোটর সমর্থনে বড়কে তালাকের নোটিশ
পরবর্তী নিবন্ধউৎসব-আড্ডায় প্রাণবন্ত চট্টগ্রাম ৯৪ ব্যাচের মিলনমেলা