উৎসব-আড্ডায় প্রাণবন্ত চট্টগ্রাম ৯৪ ব্যাচের মিলনমেলা

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে কেউ কুশল বিনিময় করছেন, কেউ কেউ ফেলে আসা জীবনের গল্প নিয়ে ব্যস্ত, কেউ আবার সাংস্কৃতিক আয়োজনে নেচে গেয়ে হৈই হুল্লোড়ে মেতেছেন, যেন ফিরে পেয়েছেন সেই সোনালী অতীতে। গতকাল শুক্রবার নগরীর কনভেনশন হল দি কিং অব চিটাগাংয়ে আয়োজিত ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের সামাজিক প্লাটফর্ম চট্টগ্রাম ৯৪ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে দেখা যায় এমন নান্দনিক চিত্র। সমগ্র বাংলাদেশ থেকে প্রাণের উৎসবে ছুটে আসে বন্ধুরা।
শুধুমাত্র অনাড়ম্বর আয়োজন নয়, গুণী মানুষদেরও দেয়া হয় সম্মাননা। গ্রুপের এডমিন আহিল সিরাজ ও আবু নাঈমের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন মনিরুল ইসলাম। সাংবাদিকতায় এম এ মালেক ও মানবসেবায় ড. জ্ঞানশ্রী মহাথেরোর একুশে পদক প্রাপ্তি এবং কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এতে এম এ মালেকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। অনুষ্ঠানে র‌্যাফেল ড্র ও দেশবরেণ্য শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত পরিবেশিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিষদের মইনুল আলম, ফারুক হোসেন বিশ্বজিৎ রায়, মঈনুদ্দিন রাশেদ, পলাশ বড়ুয়া, নুরুল কবির, এ বি এম মাসুদ, তানভীর মল্লিক, কাজী কাদের, জাহিদ তানসীর, জয়দীপ চৌধুরী রনি, রাশেদ চৌধুরী, জোবায়দুন নাহার সিদ্দিকী ঝুমুর, রুমা চৌধুরী, আলেয়া বেগম সাকী, শারমিন আফরোজ তনু, শিখা চক্রবর্তী, আরশাদ মাহমুদ খান, নঈম মাহমুদ, শাহিনুর রহমান রুপম, মাহবুবা রহমান শিপু, মোস্তাক আহমেদ, সেলিম উদ্দিন, এম কামাল উদ্দিন, সুনাইরা নাজিম, মীর গোলাম মোস্তফা রাশেল, শামসুল হায়দার তুষার, মো. তানভীর বাবু, জাহেদুল আবেদীন, শহীদ ইশবাল চৌধুরী প্রমুখ। এডমিন বন্ধু বিশ্বজিৎ রায়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে উদযাপনের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশী জাহাজের ধাক্কায় ডুবে গেল লবণ বোঝাই নৌকা
পরবর্তী নিবন্ধমির্জা ফখরুল প্রমাণ করেছেন তারা পাকিস্তানের এজেন্ট