বিদেশগামীদের করোনা পরীক্ষা শুরু করেছে এপিক হেলথ কেয়ার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পাওয়ার পর এরইমধ্যে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করেছে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার। নমুনা প্রদানের পর চার থেকে ৬ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিচ্ছে ল্যাবটি। বিশেষ ক্ষেত্রে জরুরি ভিত্তিতে দুই ঘণ্টার মধ্যেও রিপোর্ট প্রদানের ব্যবস্থা রয়েছে বলে ল্যাব সংশ্লিষ্টরা জানিয়েছেন। গতকাল বুধবার দুপুরে চমেক হাসপাতালের সামনে এপিক হেলথ কেয়ারের প্রধান শাখার কনফারেন্স কক্ষে আয়োজিত মিট দ্যা প্রেসে এ তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এপিক হেলথ কেয়ারের চিফ অপারেটিং অফিসার (সিওও) ডা. মো. এনামুল হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) টি এম হান্নান, ডাইরেক্টর (বিজনেস ডেভলপমেন্ট) মো. জসীম উদ্দীন, ডাইরেক্টর (ল্যাব) ও ডেপুটি জেনারেল ম্যানেজার ডা. সাইফুদ্দীন মো. খালেদ এবং ম্যানেজার (অপারেশন্স) ডা. হামিদ হোছাইন আজাদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, নগরের আন্দরকিল্লা শাখায় বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। দিনের যে কোন সময় এখানে নমুনা দিতে পারছেন বিদেশযাত্রীরা। সাধারণত চার থেকে ৬ ঘণ্টার মধ্যে করোনা রিপোর্ট দেওয়া হচ্ছে। তবে বিশেষ ক্ষেত্রে জরুরি ভিত্তিতে দুই ঘণ্টায় রিপোর্ট প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। ডা. মো. এনামুল হক বলেন, এপিক হেলথ কেয়ার আন্তর্জাতিক নীতিমালা বিদ্যমান গাইডলাইন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত আইএসও সনদ থাকায় সব ধরনের ডায়াগনস্টিক রিপোর্ট সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য। এপিক চট্টগ্রামের একমাত্র প্রতিষ্ঠান, যার আইএসও সনদ আছে। ফলে ব্যবসায়িক প্রতিযোগিতা নয় বরং স্বাস্থ্যসেবার গুণগতমানের বিশ্বমান বলতে যা বুঝায় তার বাস্তবায়ন করছে এপিক হেলথ কেয়ার। আন্দরকিল্লায় নমুনা সংগ্রহের কেন্দ্র হওয়ায় যোগাযোগ কেন্দ্রিক সুবিধা থাকছে। তাছাড়া যথা সময়ে রিপোর্ট প্রদানের পাশাপাশি সহজ উপায়ে (হোয়াটসঅ্যাপে ও ই-মেইলে) রিপোর্ট প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। মোটকথা করোনা পরীক্ষা করাতে নমুনা প্রদান ও রিপোর্ট পেতে বিদেশগামীদের কষ্ট লাঘব করাই এপিক হেলথ কেয়ারের উদ্দেশ্য বলে জানান ল্যাব সংশ্লিষ্টরা।

পূর্ববর্তী নিবন্ধপথে ফুটফুটে নবজাতক
পরবর্তী নিবন্ধরিমান্ড শেষে কারাগারে চালক মামলা পিবিআইতে ন্যস্ত