বিত্তশালীদের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো

আলোর পথে কর্ণফুলীর বস্ত্র বিতরণে লায়ন হাকিম আলী

| শনিবার , ৭ মে, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নমূলক সংগঠন আলোর পথে কর্ণফুলীর উদ্যোগে সম্প্রতি কর্ণফুলী উপজেলার আজিমহাকিম স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এলাকার অসহায়, হতদরিদ্র, এতিম, সুবিধাবঞ্চিত নারীপুরুষদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক, বিশিষ্ট সমাজসেবী লায়ন হাকিম আলী। এ সময় তিনি বলেছেন, মানুষকে মানুষের মানবিক পরিচয়ে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে হবে। বিত্তশালী মানুষদের উচিত সুবিধাবঞ্চিত অনাথ মানুষদের পাশে দাঁড়ানো। আলোর পথে কর্ণফুলীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিমহাকিম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, সহকারী প্রধান শিক্ষক অখিল চন্দ্র পাল, সহকারী শিক্ষক খলিলুর রহমান রাজিব, মিজান, সাইফুল, তুহিন, জাহেদ, সুমন, হোসেন আলী, দেলোয়ার হোসেন মানিক, শাহজাহান, রহিম, আরফাত, ফয়সাল, সজীব, নুরুল আবছার, হাসান প্রমুখ। সভার শুরুতে কর্ণফুলী উপজেলার দুই শতাধিক নারীপুরুষকে নতুন শাড়িলুঙ্গি জামাকাপড় বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আনন্দ’ নামের জাপানি ভ্রমণকারী
পরবর্তী নিবন্ধকুতুবদিয়া ও বাঁশখালীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু