কুতুবদিয়া ও বাঁশখালীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু

মহেশখালী ও বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৭ মে, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

মহেশখালী ও বাঁশখালীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গল ও বুধবার পৃথকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বাঁশখালী প্রতিনিধি জানান, গণ্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বজ্রপাতে ওসমান গনি (৩৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি একই এলাকার নজির আহমদের পুত্র। তার ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩ মে দুপুরে ঝড়বৃষ্টি শুরু হলে ঈদের নামাজ শেষে তিনি তার লবণ মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে ওইদিন রাতে গণ্ডামারা রহমানিয়া ফাজিল মাদরাসায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে মহেশখালী প্রতিনিধি জানান, কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আতিক উল্লাহ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উত্তর ধুরুং ইউনিয়নের চাঁদের ঘোনা গ্রামের মোহাম্মদ ইউসুফের পুত্র। বুধবার (৪ মে) সকালে বজ্রপাতের এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টিপাতের সময় উত্তর ধুরুং চাঁদের ঘোনা গ্রামের মোহাম্মদ ইউসুফের পুত্র মো. আতিক পার্শ্ববর্তী লবণ মাঠে কাজ করতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান বলেন, বজ্রপাতের শিকার মো. আতিক নামের যুবককে সকাল প্রায় ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পূর্ববর্তী নিবন্ধবিত্তশালীদের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী শিশুদের সাথে সাবেক মেয়র মনজুর আলমের ভিন্নরকম ঈদ