বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করেছে

সুচিন্তা ফাউন্ডেশনের সমাবেশে সুফি মিজান

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান বলেছেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করেছে। দেশপ্রেম, আত্মবিশ্বাস ও আত্মশক্তিতে জেগে উঠেছে পুরো জাতি। গতকাল রোববার সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আলেম-ওলামা বিজয় মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে জিনাত সোহানা চৌধুরীর সভাপতিত্বে ও সংবাদিক শুকলাল দাশের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, মোসাহেব উদ্দীন বখতিয়ার, সৈয়দ মুহাম্মদ হাসান আজহারী, অধ্যাপক ড. এস এম বোরহান উদ্দীন, মুনিরুজ্জামান, এনামুল হক সিকদার, স্থপতি আশিক ইমরান,প্রভাষক মুহাম্মদ তারেকুল ইসলাম, মোহাম্মদ ইমরান, ডা. হোসেন আহম্মদ, আবুল হাসনাত চৌধুরী, দেবাশীষ পাল দেবু, বোখারী আজম, প্রণব চৌধুরী,সৈয়দ আহমেদ রেজা কাদেরী। বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান বলেন, হেফাজত যখন ইসলামের নামে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করেছিল তখন সুচিন্তা বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। এর আগে বিকেলে চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামাকে সাথে নিয়ে জমিয়তুল ফালাহ মসজিদ থেকে বিজয় মিছিল শুরু হয়ে জামালখান প্রেসক্লাব চত্বরে সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতৃণমূল নেতৃত্বকে অপতৎপরতার বিরদ্ধে রাজপথে থাকতে হবে
পরবর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণসভা কাল