তৃণমূল নেতৃত্বকে অপতৎপরতার বিরদ্ধে রাজপথে থাকতে হবে

আ. লীগের রামপুর ইউনিট সম্মেলনে বক্তারা

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৫নং রামপুর ওয়ার্ডে গতকাল রবিবার ক, খ, গ ইউনিটের সম্মেলন পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, মুজিব শতবর্ষে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের সকল নাগরিকের মনে প্রাণে যে আনন্দধারা বয়ে গেছে এবং চেতনায় যে দেশপ্রেমের শিখা প্রজ্জ্বলিত হয়েছে তা আমাদের সকলের জন্য একটি বড় প্রাপ্তি। বিশেষ করে নতুন প্রজন্মের স্বাধীনতার সুবর্ণজন্তীতে অংশগ্রহণ ও প্রাণ প্রবাহ আমাদের বাংলাদেশে একটি সুন্দর ও স্বপ্নময় আগামীর নির্দেশনা দিচ্ছে। নানান প্রতিকূলতার পরও বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের এ অভাবনীয় উন্নয়ন চিত্র সারা বিশ্বে প্রশংসিত। কিন্তু দেশীয় মহল বিশেষ এতে ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশে অরাজকতা, ইস্যুহীন তথাকথিত আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। এ সকল অপতৎপরতার বিরদ্ধে তৃণমূল নেতৃত্বকে সাধারণ মানুষের সাথে মিলে মিশে রাজপথে থাকতে হবে। দল টানা তিন দফায় ক্ষমতায়, তাই সুবিধাভোগী কিছু অবাঞ্চিত মানুষ দলে ঢুকে পড়েছে। এদের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এদেরকে চিহ্নিত করে বাদ দেওয়ার সময় হয়েছে। তা না হলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এবং সরকারের সকল সাফলতা ও অর্জনগুলো ধুয়ে মুছে যাবে।
২৫নং রামপুর ওয়ার্ডের ক ইউনিট সভাপতিত্ব করেন ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. আনিস। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়ন মোহাম্মদ হোসেন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ফয়েজ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, আবুল কাশেম, দিলদার খান দিলু, এস.এম এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন আবদুস সবুর লিটন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান কলেজ মাঠে ১৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিজয়ের সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর সোনার বাংলা ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করেছে