বিজয়ের ফুল

হুমায়ুন আবিদ | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:০০ পূর্বাহ্ণ

ছোট্ট খোকা বাবার কাছে
প্রশ্ন করে রোজ
দাদু আমার কোথায় গেছে
নেয় না কেনো খোঁজ?

পাশের বাড়ির অনি-মনি
দাদুর হাতটি ধরে
বিকেল হলে ঘুরে বেড়ায়
কতো মজা করে।

আমার যদি থাকতো দাদু
ডাকতো আমায় ভাই
অনি- মনি বলতো না আর
তোর যে দাদু নাই

খোকার কথা শুনে বাবা
আদর করে কয়
তোর দাদু যে মিশে আছে
সারা বাংলাময়।

ওই যে উড়ছে বিজয় নিশান
বাংলা মায়ের মান
তোর দাদু যে তাঁরই জন্য
দিয়ে গেছে জান।

যে বলে তোর নাইরে দাদু
তার কথা যে ভুল
তোর দাদু যে লাল সবুজের
বিজয়ের এক ফুল।

পূর্ববর্তী নিবন্ধটেক্সি ও ট্রাকের সংঘর্ষ, নিহত ১ আহত ২
পরবর্তী নিবন্ধদুর্ঘটনা থেকে বাঁচলেন মেসি-ডি মারিয়ারা