বিজ্ঞান চর্চা ও নৈতিকতা নিয়ে জীবন গড়তে হবে

চট্টগ্রামে বিজ্ঞান প্রদর্শনীতে মুনীর চৌধুরী

| শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিক্ষার্থীদের পড়াশোনা ও বিজ্ঞান চর্চায় গভীর মনোযোগের আহ্বান জানিয়ে নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ জীবন গড়ার কঠোর তাগিদ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান সভায় শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন, মোবাইলে আসক্তি এখন তরুণ প্রজন্মের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, অবিরাম মোবাইলে ডুবে থাকার কারণে বহু শিক্ষার্থী পড়াশোনায় মনোযোগ হারিয়েছে, কারো কারো পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। এমনকি দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়ে অপূরণীয় শারীরিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছে। এ বিধ্বংসী প্রবণতা রোধে পিতামাতাকে কঠোর অনুশাসন নিশ্চিত করতে হবে। অতি যান্ত্রিকতা এবং অতি প্রযুক্তি নির্ভরতা যেন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশকে ব্যাহত না করে, সেদিকে সজাগ থাকতে হবে।

উল্লেখ্য, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান প্রদর্শনী উপলক্ষে রাজধানী থেকে দুটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মিউজিয়াম বাস ও মুভিবাস প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে কুইজ ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সেমিনার
পরবর্তী নিবন্ধসুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়া সম্ভব