বিজিসি ট্রাস্ট ভার্সিটির স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের বৃক্ষরোপণ

| শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৫:৩৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদ ও বিএসএস স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের বৃক্ষ রোপণ কর্মসূচি ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক ও ক্লাবের চীফ এড্‌ভাইজর ধীমান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর এ.বি.এম আবু নোমান, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সরোয়ার উদ্দিন। উপস্থিত ছিলেন অধ্যাপক সৌমেন চক্রবর্তী, ডেপুটি রেজিষ্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, অধ্যাপক আবদুর রশিদ, শিক্ষক সিরাজ মিয়া, উম্মে সালমা হক, নওরীন আফরিন, রেহানা আকতার, জাহেদুল হাসান, এরফানুল করিম, ইশরাফুল এনাম, মোহাম্মদ সাইবিদ, মোহাম্মদ ফাহিম, নাছিমা আকতার, সাঈমা সুলতানা, জাফর ছাদেক প্রমুখ।প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম গ্রহণের পাশাপাশি দেশ এবং সমাজকে সুন্দর করার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের অনেক বেশী কাজ করতে হবে। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভা
পরবর্তী নিবন্ধইডিইউতে এইচআর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা