বিজিএমইএর ব্যতিক্রমী আয়োজন ‘ভোটারের মুখোমুখি ফোরাম’

| সোমবার , ১৫ মার্চ, ২০২১ at ৯:২৫ পূর্বাহ্ণ

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পোশাকশিল্প মালিকদের বৃহত্তম কমিউনিটি ট্রেডবডি বিজিএমইএ’র নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। ফোরাম চট্টগ্রামের নির্বাচনী কর্মসূচি ও প্রচার কৌশল নজর কাড়ছে সবার। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত ৮টায় চট্টগ্রাম ক্লাবে ‘ভোটারের মুখোমুখি ফোরাম’ নামে এক ব্যতিক্রমী ফোরাম আড্ডার আয়োজন করা হয়। বিজিএমইএ নির্বাচনে (২০২১-২৩) ফোরাম মনোনীত এবিএম শামসুদ্দিন-এমডিএম মহিউদ্দিন চৌধুরী প্যানেল আয়োজিত এই অনুষ্ঠানে ভোটাররা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। ফোরাম চট্টগ্রামের সেক্রেটারি এমএ সালামের সভাপতিত্বে ও প্রধান নির্বাচন পরিচালনা সমন্বয়ক আবদুল মান্নান রানার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক ইমাম হোসেন, সাইফুল আজম সিজার, এমএ সিদ্দিক চৌধুরী, এসএম জাহিদ চৌধুরী, আরশাদুর রহমান, বশির উদ্দিন আহমদ, শফিকুল ইসলাম টিটু, মোয়াজ্জেম হায়দার সামির, আকবর খান, এমকেএম সালাউদ্দিন, মোর্শেদ কাদের, কায়কোবাদ, নজরুল ইসলাম, মইনুল হক শিফাত, আশিক ইবনে সাফা, রেজওয়ান ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এমএ সালাম বলেন, করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর সময়োপযোগী প্রণোদনার সিদ্ধান্ত গার্মেন্টস শিল্পকে মহাসংকট থেকে রক্ষা করে।
এছাড়া বিজিএমইএ’র সভাপতি রুবানা হকের সঠিক নেতৃত্বে সঠিক সময়ে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল পোশাক শিল্পের ঘুরে দাঁড়ানোর সঠিক পদক্ষেপ। যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও উন্নয়ন প্রক্রিয়ায় গতি ধরে রাখে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিআইসিতে ‘অবিনাশী মার্চ’ শীর্ষক আবৃত্তিসন্ধ্যা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার