বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর জীবন ছিল মানবতার জন্য উৎসর্গকৃত

স্মরণসভায় বক্তাদের অভিমত

| সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আমিরুল কবীর চৌধুরীর স্মরণ সভায় বক্তারা বলেছেনমরহুম বিচারপতি আমিরুল কবীর চৌধুরী ছিলেন শ্রেষ্ঠ মানবতাবাদী সমাজকর্মী ও দেশপ্রেমিক। দেশ ও সমাজ উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। বিচারপতি হিসেবে তিনি ছিলেন সফল ও ন্যায় বিচারকের পথিকৃৎ। বক্তারা আরো বলেছেন, যে সমাজে গুণী মানুষের কদর থাকেনা, সে সমাজে গুণী জন্মায় না। বিচারপতি আমিরুল কবীর চৌধুরী এমন এক গুণী মানুষ যাঁর জীবন কর্ম ছিল মানবতার জন্য উৎসর্গকৃত। ১ মে বাদে মাগরিব হযরত শাহ আমানত (রহ.) দরগাহ সংলগ্ন তনজিমুল মোছলেমীন এতিমখানা মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী। কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাহাবউদ্দিন চৌধুরী, অধ্যাপক নঈম কাদের, আসিফুল হক চৌধুরী, মোহাম্মদ বোরহান উদ্দিন, এডভোকেট আফছারুল আমিন, মাওলানা শাহজাহান, মোহাম্মদ সাইফুদ্দিন ছিদ্দিকী, মোহাম্মদ নুরুল হুদা, এ এফ এম জসিম উদ্দিন, সাংবাদিক এস এম জামাল উদ্দিন, লায়ন মোহাম্মদ জানে আলম, এডভোকেট মোহাম্মদ ইউনুছ ও মাওলানা আবদুল হামিদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ফজলুল কাদের। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ ও চারা বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে রেজাউল করিম ফাউন্ডেশনের ধান কাটা উৎসব পালন