বিএসসিপুত্রের উদ্যোগ বিদ্যালয়ের জন্য দিলেন ৩৩ শতক জমি

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৫৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসভার হাতিয়াখোলা সানোয়ারা ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতক জমি দান করেছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পুত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুজিবুর রহমান। গত সোমবার সকালে রেজিস্ট্রিমূলে স্কুলের নামে জমি দানপত্র করে দেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সানোয়ারা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক নবাব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম হেলালী, সানোয়ারা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম প্রমুখ। জমির দলিল হস্তান্তরকালে মুজিবুর রহমান বলেন, এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন আমার পিতা নুরুল ইসলাম বিএসসি। এই এলাকাকে আলোকিত করতে স্কুলটি ভূমিকা রেখে চলেছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের নাট্যাঙ্গনে আহমদ ইকবাল হায়দারের অবদান অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধসূর্যমুখী ফুল থেকে তৈরি হবে তেল বাঘাইছড়িতে কৃষি বিভাগের প্রকল্প