বিএলএফ মহানগর শাখার সভা

| বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ লেবার ফেডারেশনের (বিএলএফ) সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা গত রোববার কাজীর দেউড়িস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম মহানগর কমিটির সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউসুফের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএলএফের নগর কমিটির সহ-সভাপতি আলমগীর আমিন, বায়েজিদ থানার প্রচার সম্পাদক মো. আইয়ুব, অটোরিঙা হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের বায়েজিদ থানার আহ্‌বায়ক কামরুল হাসান সাব্বির, মো. সোহেল, আজম আরিফ, মো. ফরিদ, মো. সাইফুল, মো. বেলাল, মো. বোরহান, নবী, মুরাদ প্রমুখ। মাহফিলে শ্রমিক নেতা মো. ইউসুফ বলেন, আমাদের প্রিয় নেতা অসুস্থ। আমাদের সকলের উচিত এই দুঃসময়ে তার পাশে থাকা। তিনি শ্রমিকদের দাবি আদায়ের ক্ষেত্রে সবসময় আমাদের পাশে থেকেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনতার ক্ষমতা এখন জনতার হাতে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আরো ৭ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা