বিএনসিসি ক্যাডেটরা দেশ সেবায় অবদান রাখছে

নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ সরওয়ার আলম

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ওমরগণি এমইএস কলেজ ১৩ বিএনসিসি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার কর্ণফুলী রেজিমেন্টের পুরুষ ও মহিলা প্ল্যাটুনের ক্যাডেটদের নবীন বরণ, শপথ পাঠ অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ. ন. ম. সরোয়ার আলম। অনুষ্ঠানে অধ্যক্ষকে গার্ড অফ অনার প্রদান করেন অত্র কলেজের চৌকশ ক্যাডেটরা। গার্ডে ১নং গার্ড কমান্ডার ছিলেন ক্যাডেট কর্পোরাল মো. নুর হোসেন চৌধুরী এবং ২নং গার্ড কমান্ডার ছিলেন ক্যাডেট সার্জেন্ট আহমেদ রেজা জিহান। নবীন ক্যাডেটদের শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ এবং শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে কলেজ বিএনসিসির পক্ষ থেকে ক্যাডেট সার্জেন্ট (সিএসএম) ফাহিমা ইয়াসমিন ইভা, ক্যাডেট সার্জেন্ট জিহান, ক্যাডেট কর্পোরাল মো. নুর, লে. কর্পোরাল ইসফাক হোসেন সাফরান অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নিকট হতে ২০২০-২০২১ সেশনের কৃতিত্বের জন্য সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। ওমরগণি এমইএস কলেজ পুরুষ প্ল্যাটুন ক্যাডেট কর্পোরাল মো. নুর এবং মহিলা প্ল্যাটুনে ক্যাডেট সার্জেন্ট ইভা ইন-চার্জ হিসেবে দায়িত্বভার গ্রহণ করার স্বীকৃতি অর্জন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী, সে. লে. আবু নঈম মো. ইব্রাহিম চৌধুরী। সভাপতিত্ব করেন বিএনসিসি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সে. লে. শাহানা ইয়াসমিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা কর্মসূচি শুরু
পরবর্তী নিবন্ধসৈকতে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস মোকাবেলায় প্রাকৃতিক সুরক্ষা