বিএনপি-জামায়াতকে আর ছাড় নয়

মাহতাব-নাছিরের যৌথ বিবৃতি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৪:২৭ পূর্বাহ্ণ

যুবদলের একটি মিছিল থেকে জামালখানে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাংচুরকে একটি বড় অশনি সংকেত হিসেবে চিহ্নিত করে এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জামাত শিবিরকে সামনে রেখেই বিএনপি মাঠে নেমেছে। ওরা বাংলাদেশের অস্তিত্বকে মুছে দিতে চায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিছু দেশি বিদেশি ষড়যন্ত্রের ইশারায় বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে। এরই একটি মহড়া শুরু হয়ে গেল আজকেই। বিবৃতিতে তারা নেতাকর্মীদের নির্দেশ দেন, ওয়ার্ডে ইউনিটে বিএনপি, জামাত, শিবিরের পরিকল্পিত নাশকতার বিরুদ্ধের স্থানীয়ভিত্তিক নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে নিয়ে প্রতিরোধ দুর্গ গড়ে তোলা হোক। এই মুহূর্তে আমাদের সরাসরি অ্যাকশনে যেতেই হবে এবং সবচেয়ে বড় শক্তি আমাদের ঐক্যের শক্তি।

বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, বিএনপি জামাতের সাথে বাংলাদেশ বিরোধী কিন্তু আন্তর্জাতিক আতাঁত হচ্ছে। এটা ৭৫ সালেও হয়েছে। এবার যারাই করুক তাদেরকে আমরা চিহ্নিত করেছি। তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। তাদের ঠিকানা হবে পাকিস্তান। তাদেরকে কঠোর ভাবে প্রতিহত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলের কাজ শেষের দিকে
পরবর্তী নিবন্ধহুম্মাম কাদেরকে বক্তব্য দিতে না দেয়ায় হট্টগোল