বিএনপির আরও ৩০ নেতাকর্মীর জামিন মঞ্জুর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো বিএনপি ও অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আসামিদের পক্ষে পুনরায় জামিন আবেদনের প্রেক্ষিতে তাদের জামিন মঞ্জুর করা হয় বলে আজাদীকে জানান মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী। একই দিন আদালতে কোতোয়ালী থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল নামে একজনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের অন্তবর্তীকালীন জামিন শেষে নিম্ন আদালতে আত্মসমপর্ণের পর জামিন প্রার্থনা করলে জামিন নামঞ্জুর করে বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গতকাল সোমবার বায়েজিদ ও চান্দগাঁও থানার বিস্ফোরক মামলার এসব আসামিদের জামিন আবেদনের ১০ টি মিস মামলা ও স্পেশাল ট্রাইবুন্যালের ২টিসহ সর্বমোট ১২টি মামলার শুনানি শেষে আদালত আসামিদের জামিন মঞ্জুর করেছেন বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল জামিন পেয়েছেন বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন, ক্রীড়া সম্পাদক লিয়াকত আলী জসিম, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আলম, সহ-সভাপতি নেজাম উদ্দিন নেজু, মহানগর যুবদলের ধর্ম সম্পাদক মহিউদ্দীন মুকুল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আসাদুজ্জামান রুবেল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল নেতা আবদুর রশীদ টিটু, মহিউদ্দীন জুয়েল, নাজিম উদ্দিন হিরু, আমিনুল হক লিটন, মো. সায়েম, আজগর আলী, নাদিম খালেদ তালুকদার, মো. জোবাইর তুষার, রাশেদুল হাসান রিপন, রাশেদ, জোবায়ের তুষার, মহিউদ্দিন জুয়েল, রুবেল হোসেন, শাহাদাত, শিহাবুদ্দীন, মামুন, বাহাদুর আলী খোকন, মো. নাদিম প্রকাশ নাদিম, শিহাব উদ্দীনসহ ৩০ নেতা-কর্মী।

পূর্ববর্তী নিবন্ধনৃত্যশিল্পী ইভান ৭ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধতিন রোডে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিস