বাড়িতে ডাকাতি, দেশে ফিরলেন ইংলিশ ফরোয়ার্ড

আজাদী অনলাইন | সোমবার , ৫ ডিসেম্বর, ২০২২ at ২:৫৫ অপরাহ্ণ

বিশ্বমঞ্চে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। তরুণ ফুটবলারদের নিয়ে দারুণ ফর্মে রয়েছে দলটি। তবে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে গেলেন দলটি অন্যতম সেরা ফরোয়ার্ড রাহিম স্টার্লিং।

পারিবারিক কারণে কাতার ছেড়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এমনকি শেষ ষোলোর ম্যাচে সেনেগালের বিপক্ষেও ছিলেন না তিনি। কোয়ার্টার ফাইনালে তার খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যের পিএ নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, সশস্ত্র ডাকাত দল ঢুকেছিল স্টার্লিংয়ের বাড়িতে। সেখানে তার পরিবারের সদস্যরা ছিল।

এদিকে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট বলেছেন, স্টার্লিংয়ের সঙ্গে সময় কাটিয়েছি। সে দেশে ফিরে যাচ্ছে। এ সময় পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা তাকে সময় দিতে চেয়েছি। আগামী কয়েকদিন পর্যবেক্ষণ করব, দেখি শেষ পর্যন্ত কী হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় শনাক্ত-মৃত্যু শূন্য
পরবর্তী নিবন্ধ“জনগণের পছন্দের ‘খেলা হবে’ স্লোগান আমি দিয়েই যাব”