বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ আহত ১০

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে সড়কের রাণীরহাট বাজার সংলগ্ন রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী সুগারমিল ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। বাসচালক ও হেলপারসহ আহত সবাই ওই বাসের যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে নিয়ে গেছেন। জানা যায়, পাহাড়িকা পরিবহনের বাসটি রাঙামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে রাঙ্গুনিয়ার রাণীরহাট বাজারের কাছে সুগার মিল এলাকায় এলে ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ও হেলপারসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চালক ও হেলপারসহ ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের আশেপাশের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এই সড়ক দুর্ঘটনার ফলে রাঙামাটি সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে কাউখালী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় রাস্তা থেকে গাড়ি সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় ইউপি সদস্য মো. বারেক জানায়, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি বেতবুনিয়া ফাড়ি পুলিশ জব্দ করেছে। তিনি বলেন, যাত্রীবাহী বাসগুলোর বেপরোয়া গতির কারণে প্রায়শই দুর্ঘটনার ঘটনা ঘটে। শুধুমাত্র চলতি মাসেই এটিসহ আমার ওয়ার্ডে তিনটি দুর্ঘটনা ঘটেছে। যেখানে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে পিডিবির একাধিক মনিটরিং ও টেকনিক্যাল টিম
পরবর্তী নিবন্ধঋষি সুনাকের সম্পত্তি কত