ঋষি সুনাকের সম্পত্তি কত

| মঙ্গলবার , ২৫ অক্টোবর, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

ঋষি সুনাক হচ্ছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর মসনদে বসবেন। কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্রাডি দলের নতুন নেতা হওয়ার লড়াইয়ে নাম জমা দেওয়া একমাত্র প্রার্থী হিসেবে ঋষি সুনাকের নাম ঘোষণা করেন এবং বলেন, তিনি হচ্ছেন দলের নতুন নেতা।
জানা যায়, ঋষি ও তার স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭৩০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার কোটি টাকারও বেশি। মধ্য লন্ডনে বিলাসবহুল বাড়ি রয়েছে ঋষির। বর্তমানে এই বাড়ির দাম প্রায় ৭৫ কোটি টাকা। লন্ডনের ওল্ড ব্রম্পটন রোডে দক্ষিণ কেনসিংটনে আরও একটি বাড়ি রয়েছে ঋষির। এছাড়াও নর্থ ইয়র্কশায়ারে ঋষির খামারবাড়ি রয়েছে। এই বাড়িটিও অত্যন্ত বিলাসবহুল। ব্রিটেনের রাজনীতিতে কয়েক বছর ধরেই চর্চায় রয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তির স্বামী ঋষি। ব্রিটেনের সাউদাম্পটনে ১৯৮০ সালের ১২ মে ঋষির জন্ম। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ঋষি। ২০১৪ সালে রাজনীতিতে পা রাখেন।

পূর্ববর্তী নিবন্ধবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ আহত ১০
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য বিভাগের ২৯০ মেডিকেল টিম