বাসের সঙ্গে সংঘর্ষ, মাইক্রো চালক গুরুতর আহত

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৯ এপ্রিল, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রো চালক মোহাম্মদ নুরু ছালাম (৪২) গুরুতর আহত হয়েছেন। গত বুধবার রাত ২টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে ইউনিয়নের তজু মুন্সির গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে সেটিকে পটিয়া থেকে আটক করা হয়। দুর্ঘটনায় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস বর্তমানে হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধভাসানচর ক্যাম্পে রোহিঙ্গাকে গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানায় কাচে ঘেরা ‘স্নেক কর্নার’