বালকে চন্দ্রঘোনা ও বালিকায় ঘাটচেক স্কুল চ্যাম্পিয়ন

রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৭ জুন, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাঙ্গুনিয়া উপজেলার ফাইনাল খেলা ইছাখালী জাকির হোসেন স্টেডিয়ামে গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বালকে বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালক বিভাগের ফাইনালে চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের ইমাম হোসেন সাব্বির। এরআগে দুপুরের দিকে বালিকা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে তারা সাহাব্দীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ৪-০ গোলে পরাজিত করে।

তাদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বিজয়ী দলের জান্নাতুল নাঈম। তিনি ৩ গোল দিয়ে হ্যাটট্রিক করে এই কৃতিত্ব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী।

শিক্ষক মোহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক সহকারী উপজেলা অফিসার মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রবীর কুমার চৌধুরী, শিবলু দাশ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী প্রমুখ। খেলা পরিচালনা করেন মুক্তি সাধন বড়ুয়া, ওয়াহিদুল আলম, আল আমিন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আমিরাবাদ ইউনিয়নে ফাইনাল খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধদ্বিতীয় ম্যাচে সাবিনাদের রুখে দিলো মালয়েশিয়া