বাবার থেকে ছেলের বয়স ২ বছর বেশি!

| শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ

ফরিদপুরে বাবার চেয়ে ছেলের বয়স দুই বছর বেশি। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বয়স্ক ভাতা পাওয়ার জন্য ছেলের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দুই বছরের বড় দেখান। এভাবে সমাজসেবা অফিসে এনআইডি জমা দিয়ে সরকারি বয়স্ক ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে। খবর বাংলানিউজের।
এনআইডি অনুযায়ী ছেলে আনোয়ারের জন্ম তারিখ ১৯৪০ সালের ০৫ জুলাই। এনআইডি অনুযায়ী আনোয়ারের বাবা আব্দুল গফুর মোল্যার জন্ম তারিখ ১৯৪২ সালের ০৫ অক্টোবর। অর্থাৎ আনোয়ার তার বাবার থেকে বয়সে ২ বছর ৩ মাসের বড়। প্রতারণার বিষয়ে গত ০১ সেপ্টেম্বর একই গ্রামের এক বাসিন্দা প্রতিকার চেয়ে বোয়ালমারী সমাজসেবা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুরুষদের ক্ষেত্রে ৬৫ এবং নারীদের ক্ষেত্রে ৬২ বছর না হলে কোনো পুরুষ বা নারী বয়স্ক ভাতার আওতায় আসেন না। প্রতি মাসে ৫০০ টাকা হারে প্রতি তিন মাস অন্তর বয়স্ক ব্যক্তিদের এই ভাতা প্রদান করা হয়। আনোয়ার হোসেন ইতোমধ্যে দুই দফা (ছয় মাসে) বয়স্ক ভাতার টাকা উঠিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফেব্রিক্স ঘোষণায় আনা হল বিদেশি সিগারেট
পরবর্তী নিবন্ধ১৭ অক্টোবর খুলছে চবি খুলবে হল, চলবে শাটল