বান্দরবানে শিশুদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:২২ পূর্বাহ্ণ

বান্দরবানে কমিউনিটি ডেভেলপমেন্ট কনর্সানের (সিডিসি) উদ্যোগে নিবন্ধিত শিশুদের মধ্যে ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বান্দরবান সদরের উজানীপাড়ায় কমিউনিটি ডেভালপমেন্ট কনর্সান (সিডিসি) অফিস প্রাঙ্গণে নিবন্ধিত শিশুদের মধ্যে এই ফুড রেশন ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রকল্পের ৩ শত ৮জন শিশুদের পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি আটা, ৪টি সাবান, ৭টি মাক্স ও ১টি টুথ পেস্ট বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের সভাপতি পাকসিম বিং ত্লুং, প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প সদস্য থিমখুপ বুইতিং, সদস্য ঙুনচোয়ান বম, সদস্য মংহাহাই সিং মার্মা, পাবর্ত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের হিসাব রক্ষক রবার্ট থানলিয়ান বম, লালদতসাং, বীনা সাতেক বম, নিবন্ধিত শিশু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে মাস্ক ব্যবহার নিশ্চিতে মাঠে প্রশাসন
পরবর্তী নিবন্ধচবিতে বিশ্ব দর্শন দিবস উদযাপন