চবিতে বিশ্ব দর্শন দিবস উদযাপন

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:২২ পূর্বাহ্ণ

বিশ্ব দর্শন দিবস ২০২০ উপলক্ষে চবি দর্শন বিভাগ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, কোভিড-১৯ মহামারি সারা বিশ্বকে একটি নতুন বাস্তবতার সমমুখীন করেছে। করোনাকালে মানুষ নানা ধরনের সংকটে পড়েছে। জীবনের অর্থ, মানবিকতা, জীবন-জীবিকা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে বর্তমান সংকটকালে দার্শনিকদের একটি কার্যকর ভূমিকা রাখার সুযোগ ও দায়িত্ব রয়েছে। বিচারমূলক-বিশ্নেষনের মাধ্যমে বিদ্যমান সমস্যায় গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। সেমিনারে ‘দি রোল অব্‌ ফিলোসফি ইন দি করোনা পেনডেমিক’ শীর্ষক মাল্টিমিডিয়া পেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক মাছুম আহমেদ। আলোচনায় অংশ নেন বিভাগের প্রফেসর ড. নূসরত জাহান কাজল, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, প্রফেসর ড. এ, এফ, এম, এনায়েত হোসেন, সহযোগী অধ্যাপক মোহামমদ মোজামেমল হক, ড. মো. কোরবান আলী, সহকারী অধ্যাপক শিরিন আকতার, জওশন আরা জলি, প্রভাষক নাসরিন আকতার ও মো. জুলকার নাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মো. নাজেমুল আলম মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে শিশুদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু