বান্দরবানে লকডাউন কার্যকরে মাঠে সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৩:৫৮ অপরাহ্ণ

করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় বান্দরবানে মাঠে নেমেছে সেনাবাহিনী। লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে কাজ করছে জেলা প্রশাসনের ৭টি ভ্রাম্যমাণ আদালত।
করোনা সংক্রমণ ঠেকাতে বান্দরবানে লকডাউন শুরু হয় আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টায়।
লকডাউনে জেলা শহরের ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য সকল দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে।
গণপরিবহন ও দূরপাল্লার যানবাহন বন্ধ ঘোষণা করায় জেলা সদর থেকে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারসহ দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস স্টেশন ছেড়ে যায়নি। শহরের মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।
এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, “বান্দরবানে লকডাউন কার্যকরে ১০ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৭টি ভ্রাম্যমাণ আদালত বের হয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীও মাঠে রয়েছে। সরকারি নির্দেশনা মানতে জনগণকে সতর্ক করা হচ্ছে।”
উল্লেখ্য, গত এক বছরে বান্দরবানে করানোভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং জেলায় মোট ১১শ’ ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলকডাউন দেখতে এসে বাদামতলীতে আটক ২১
পরবর্তী নিবন্ধনজুমিয়া হাটে ৫৬ জুয়াড়ি আটক