বান্ডেল সেবক কলোনির মহিলাদের জন্য সেলাই প্রশিক্ষণ কর্মসূচি

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:০৯ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লাস্থ বান্ডেল সেবক কলোনির মহিলাদের সেলাই কাজে পারদর্শী করে তুলতে চসিক কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে সেবক কলোনির গোপাল সেবা মন্দিরে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে।

প্রাথমিকভাবে ৫০ জন মহিলা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রশিক্ষণের সুবিধার্থে গত ১৭ জানুয়ারি কাউন্সিলর রুমকি সেনগুপ্তের অর্থায়নে মন্দিরে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদচট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অধ্যাপক শিপুল কুমার দে, আন্দরকিল্লা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি তপতী দাশ, ঝর্ণা লাল, শ্রীচরণ, রেহেনা বেগম, জ্যোতি হাজারী, ভিকি প্রমুখ।

এসময় কাউন্সিলর রুমকি সেনগুপ্ত বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদেরকে বাইরে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, আন্দরকিল্লা, দেওয়ান বাজার ও চকবাজার ওয়ার্ডে ভবিষ্যতে পর্যায়ক্রমে এই ধরণের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক খাত নিয়ে গুজব, কারাগারে ৪
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় এলজিইডির প্রকল্প পরিচালক আহত