বান্ডেল রোড সেবক কলোনীতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১১:১৫ পূর্বাহ্ণ

নারীনেত্রী রুমকি সেনগুপ্তর উদ্যোগে নগরীর আন্দরকিল্লা ওয়ার্ডের বান্ডেল রোড সেবক কলোনীতে গত শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ওষুধ বিতরণ করা হয়েছে। ডা. সজীব তালুকদার, ডা. মিলন শীল, ডা. নেপাল দাশগুপ্ত ও ব্রাদার প্রদীপ মারমার নেতৃত্বে প্রায় ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা সেবার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, জহর লাল হাজারী, সাঘাদীন সর্দার, জগন্নাথ দাশ ঝর্না, সালমান দাশ লালা, শচীন্দ্র লাল দে, দিদারুল আলম, সেকান্দার হোসেন মিয়া, জানে আলম, ইউসুফ হারুন মাসুদ, মোজামেল হক মানিক, সৌমিক বড়ুয়া, মো. রাসেল, শামীম আজাদ রুবেল, লিটন দাশ, সত্যজিৎ দাশ টুটুল, রিয়েল দত্ত, তৌহিদুল ইসলাম, প্রান্ত সেন, মহৎ দেব মতি, লিটন দে, সালাউদ্দিন দাশ, অমর দাশ, কমল দাশ, কৃষাণ দাশ, দেব দাশ, সাধন চন্দ্র দাশ, ওঁম কুমার দাশ, উত্তম দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকওমী মাদ্রাসার স্বীকৃতি অর্জনে আল্লামা শফীর অবদান অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধমনের অভিব্যক্তি ফুটিয়ে তোলাই চারুশিল্পীদের অন্যতম কাজ