কওমী মাদ্রাসার স্বীকৃতি অর্জনে আল্লামা শফীর অবদান অনস্বীকার্য

দোয়া মাহফিলে চসিক প্রশাসক

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১১:১৫ পূর্বাহ্ণ

আল্লামা আহমদ শফীর রুহের মাগফেরাত কামনায় গতকাল রোববার বিকেলে টাইগারপাসস্থ চসিক প্রশাসক দপ্তরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, আল্লামা আহমদ শফী দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দেশের কওমি মাদ্রাসার মধ্যে প্রাচীন ও বৃহত্তম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে অধিষ্ঠিত থেকে কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে তার ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ড ও হেফাজত ইসলামের চেয়ারম্যান হওয়ার সুবাধে আল্লামা শফী বাংলাদেশের রাজনীতি, শিক্ষা ও সমাজ গঠনে যোগ্য নেতৃত্বের আসন অলংকৃত করেছেন। বার্ধক্য ও অসুস্থতার কারণে কখনো তিনি তার আর্দশ ও মিশন থেকে পশ্চাদপ্রসরণ করেননি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও মসনদে হাদিসে বোখারী শরীফের দরস দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, নাসিরাবাদ সরকারি কলোনী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আ ন ম সোলাইমান, হাফেজ মোহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা মোহাম্মদ আব্বাসুর রহমান, হাফেজ মহিবুল্লাহ, হাফেজ মোহাম্মদ বেলাল, হাফেজ মোহাম্মদ হাসান, হাফেজ মোহাম্মদ আবদুর রহিম, হাফেজ মোহাম্মদ সাহাদাত হোসেন, হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আবদুল মোমিন কাজেমী। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসা পরিদর্শক মাওলানা মোহাম্মদ হারুন-উর রশিদ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর লায়ন্স ক্লাবের উদ্যোগে জেলা গভর্নর অভ্যর্থনা
পরবর্তী নিবন্ধবান্ডেল রোড সেবক কলোনীতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প