বাধা দেয়ায় চৌকিদারের মাথা ফাটাল ডাকাতদল

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে রাতের আঁধারে ডাকাতি চেষ্টায় বাধা দেওয়ায় মো. আব্দুস সাত্তার (৫০) নামের এক চৌকিদারকে মেরে রক্তাক্ত করেছে ডাকাতদল। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের বৈদ্যরহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুয়াবিল ইউ.পি চেয়ারম্যান জয়নাল আবেদীন।

জানা যায়, শুক্রবার গভীর রাতে বৃষ্টির সময় ৪ সদস্যের একটি ডাকাত দল বাজারে এসে অতর্কিতে চৌকিদারের উপর হামলা চালায়। এতে ডাকাত দলের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে চৌকিদারের মাথায় মারাত্মক জখম হয়। এ সময় চৌকিদারের চিৎকারে পালিয়ে যায় ডাকাতদল। রাতে চৌকিদারের ফোন পেয়ে ঘটনাস্থলে আসে বাজার সমিতির সভাপতি অর্জুন। পরে আহত সাত্তারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া হাতিয়ার উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত আব্দুস সাত্তারের শারিরীক অবস্থার উন্নতি হলে মামলা করা হবে বলে জানান চেয়ারম্যন জয়নাল। ভূজপুর থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে এলাকায় পুলিশী টহল জোরদার করেছে বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাড়ছে পাহাড় ধসের শঙ্কা, তবুও সরছে না বাসিন্দারা
পরবর্তী নিবন্ধপশ্চিমা এককেন্দ্রিক বিশ্বের দিন শেষ : পুতিন