বাজেট ও সাধারণ মানুষ

| সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

প্রতি বছর বাজেট অধিবেশন আসলে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায়। বাজেটে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ালেও এক শ্রেণীর মুনাফালোভী ব্যবসায়ীরা জিনিসের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। প্রতিবছরই বাজেট নিয়ে শুধু সমালোচনাই হয়। সরকারী দল বলে এ বাজেট গণ মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। অন্যদিকে বিরোধী দল বলে এ বাজেট গরীব মারার বাজেট। আসলে সাধারণ মানুষ বাজেট বুঝে না। বুঝে না দল নেতাদের কথার মার প্যাঁচ। তারা শুধু বোঝে কোন জিনিসের দাম বাড়ল কোনটি কমল। তারা কেবল চায় তার সীমিত আয়টুকু দিয়েই যেন পরিবার-পরিজন নিয়ে দু’বেলা পেট ভরে খেতে পারে। কিন্তু এবারও জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ হিমসিম খাচ্ছে। দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখতে হলে ফটকাবাজি ও মজুতদারী নির্মূল করা প্রয়োজন। এসব ক্ষেত্রে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে। সরকারের পাশাপাশি সচেতন জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং অসাধু মুনাফালোভী ব্যবসায়ীদের নৈতিকতা বিরোধী কার্যক্রম পরিহারই এ সমস্যার সমাধান দিতে পারে।
এম. এ. গফুর,
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমেহেদী হাসান : কিংবদন্তি গজল সম্রাট
পরবর্তী নিবন্ধএবং অবশেষে