বাগদাদ গ্রুপের এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঋণ খেলাপি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

এবি ব্যাংক ও ব্যাংক এশিয়ার ৬০ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের পৃথক দুটি মামলায় বাগদাদ গ্রুপের এমডি ফেরদৌস খান আলমগীর এবং তার মা মোছাম্মৎ মনোয়ারা বেগমকে ৫ মাসের আটকাদেশ দিয়েছে আদালত। পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আটকাদেশ ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালত সূত্র জানায়, খেলাপী ঋণ আদায়ের লক্ষ্যে ২০১৫ সালে এবি ব্যাংক, ইপিজেড শাখা ও ২০১৭ সালে ব্যাংক এশিয়া, শেখ মুজিব রোড শাখা বিবাদীদের বিরুদ্ধে পৃথক এ দুটি মামলা দায়ের করে।

পূর্ববর্তী নিবন্ধমাহে রমজান সমাগত সর্বত্র প্রস্তুতি
পরবর্তী নিবন্ধএকদিন পর ফিরেছেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা