বাকলিয়ার আমান ফুডকে তিন লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৮:৩৪ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে লাচ্ছা সেমাই প্রস্তুত করায় নগরের বাকলিয়া এলাকার ‘আমান ফুড এন্ড কোংকে তিন লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

দণ্ডিত ‘আমান ফুড এন্ড কোং’ প্রতিষ্ঠানটি ‘পুষ্টি লাচ্ছা সেমাই’ প্রস্তুত করছিল বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর।

এদিকে, একই অভিযানে দেওয়ানহাট এলাকায় গাড়ি থেকে রাস্তায় কংক্রিট মিক্সার পড়ে জমাট বেঁধে যান চলাচলে বিঘ্ন ঘটায় এবং দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হওয়ায় ‘এম জামাল এন্ড কোং লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যের ম্যানচেস্টারে চট্টগ্রামবাসীর মেজবান ও মিলনমেলা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার