বাইডেনের সম্মেলনের কাছে যুদ্ধবিমান ওড়ালো চীন-রাশিয়া

| বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:২৭ পূর্বাহ্ণ

টোকিওতে চারদেশীয় জোট কোয়াডের শীর্ষ সম্মেলন চলছে। সেখানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ কোয়াডভুক্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এরমধ্যেই জাপানের আকাশসীমার কাছে যৌথভাবে যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার এতথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের।

মার্কিন রাষ্ট্রপতি ছাড়াও সম্মেলনে উপস্থিত আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, কোয়াডের নেতারা টোকিওতে সম্মেলনে অংশ নেওয়ার সময় এই যুদ্ধবিমান ওড়ানো হয়েছে।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের নেতাদের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করার সময় চীন এবং রাশিয়ার যুদ্ধবিমান ওড়ানোয় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় পেট্রলের লিটার ৪২০ রুপি, ডিজেল ৪০০
পরবর্তী নিবন্ধবিশ্ব অন্ধকার সময়ের মুখোমুখি