বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রীর যোগদান

| শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে আসা রাষ্ট্র ও সরকার প্রধানগণের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার পত্নী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন। হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বাইডেন ও তার পত্নী অনুষ্ঠানে তাঁকে (ুশেখ হাসিনা) উষ্ণ অভ্যর্থনা জানান। খবর বাসসের।
তিনি বলেন, এ সময় উভয় নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তবে, পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে বাইডেনকে আমন্ত্রণ জানান।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা সৈকতকে ঘিরে মহাপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন জরুরি
পরবর্তী নিবন্ধসৌদি আরবের জাতীয় বিদস