বাংলা প্রচলন উদ্যোগে গণ জমায়েত

| বুধবার , ১১ মে, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

নগরীর বড় পুল এক্সেস রোডের মোড়ে ‘বাংলা প্রচলন উদ্যোগ’ এর গণ জমায়েত বীর মুক্তিযোদ্বা রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় কাজী রাজেস ইমরানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা শেখ জাহিদ, বীর মুক্তিযোদ্ধা সুজাউদ্দৌলা বাবুল, সিন্সন ভৌমিক, ভাস্কর চৌধুরী, ডা. আর কে রুবেল, মশিউর রহমান খান, রেজাউল করিম আগ্রাবাদী, আশিক আরেফিন, সাহেদ ইমরান সিসু, আবুল বাসার হেলাল প্রমুখ।

বক্তারা বলেন, দেশের সংবিধান, আইন, সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করে এখনো বিদেশি ভাষায় নামফলক করা ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদদের সাথে অবমাননাকর। স্বাধীনতার ৫০ বছরে আজও আবার নতুন করে বাংলার জন্য মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম রাজপথে নামতে বাধ্য হচ্ছে। বক্তারা অবিলম্বে নামফলক বাংলায় করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জমায়েত শেষে ছোট পুল পর্যন্ত পদযাত্রা করেন এবং বিদেশি ভাষার নামফলকযুক্ত প্রতিষ্ঠানগুলোকে আইন, আদালতের কপি ও প্রচার পত্র বিলি করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্র দর্শন মানব আত্মার বিকাশ সাধন করে
পরবর্তী নিবন্ধপীর বদর আউলিয়ার (রহ.) বার্ষিক ওরশ আজ