বাংলাদেশ সমিতি দুবাইয়ের অফিসিয়াল স্বীকৃতি লাভ

এম এ মান্নান, (আরব আমিরাত) থেকে | বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১০:৪৯ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত সংগঠন ‘বাংলাদেশ সমিতি দুবাই’ অফিসিযাল স্বীকৃতি ‘লাইসেন্স’ লাভ করেছে।
গত মঙ্গলবার (১৩ জুলাই) দুবাই কমিউনিটি ডেভলপমেন্ট অথরিটিতে আনুষ্ঠানিকভাবে এ লাইসেন্স হস্তান্তর করেন দুবাই কমিউনিটি ডেভলপমেন্ট অথরিটি’র (সিইও) ড.ওমর আল মুতাননা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাই-এর প্রেসিডেন্ট অধ্যাপক এম এ সবুর, জেনারেল সেক্রেটারি নেছার রেজা খান, উপদেষ্টা প্রকৌশলী মো. আবু জাফর চৌধুরী ও এক্সিকিউটিভ মেম্বার গোলাম মোস্তফা।
বাংলাদেশ সমিতি দুবাই-এর প্রেসিডেন্ট অধ্যাপক এম এ সবুর এ লাইসেন্স প্রাপ্তিতে দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. ইকবাল হোসেন খানকে ধন্যবাদ জানান।
তাঁর কূটনৈতিক দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় দুবাইয়ের বাংলাদেশ কমিউনিটির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হযেছে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআবারও পেছালো চবির ভর্তি পরীক্ষা
পরবর্তী নিবন্ধসাবস্টেশনে ক্রেন উল্টে ৪ ঘণ্টা অন্ধকারে রাঙ্গুনিয়া