বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচ আফতাব

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় দলের পর ছায়া জাতীয় দল হিসেবে গড়ে তোলা হবে বাংলাদেশ টাইগার্স নামে আরেকটি দল। মূলত যারা জাতীয় দল থেকে সদ্য বাদ পড়েছেন বা যারা জাতীয় দলের আশে পাশে ঘুরাঘুরি করছেন তাদের নিয়েই গঠন করা হয়েছে বাংলাদেশ টাইগার্স। এরই মধ্যে দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চলবে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প। এই দলের জন্য এরই মধ্যে কোচিং প্যানেলও ঘোষণা করা হয়েছে। ১৩ সদস্যের এই কোচিং এবং ম্যানেজম্যান্ট প্যানেলে দুইজন ছাড়া বাকি সবাই বাংলাদেশের। এর মধ্য দিয়ে বাংলাদেশী কোচরা নিজেদের মেলে ধরতে সক্ষম হচ্ছে। আর সে প্যানেলে ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন চট্টগ্রামের ছেলে আফতাব আহমেদ। এরই মধ্যে কোচ হিসেবে আফতাব বেশ দক্ষতার প্রমাণ রেখেছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ ছাড়াও বাংলাদেশ ‘এ’ দলের কোচিং করিয়েছেন আফতাব। এবার বাংলাদেশ টাইগার্স নামের নতুন দলের ব্যাটিং কোচর দায়িত্ব পেলেন বাংলাদেশ দলের সাবেক এই মারকুটে ব্যাটসম্যান। ক্রিকেটার হিসেবে সফলতা লাভের পর এবার কোচ হিসেবে সফলতা পেতে কাজ করে যাচ্ছেন আফতাব। চট্টগ্রামের লিগে পাইরেটস অব চিটাগাং এর কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন আফতাব। নিজের একাডেমিতেও সময় দিচ্ছেন ক্রিকেটার তৈরির লক্ষ্যে। দেশের শীর্ষ কোচদের তালিকায় এখন আফতাব। ভবিষ্যতে আরো বড় দায়িত্ব পালনের জন্য নিজেকেও প্রস্তুত করে নিচ্ছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। কোচ হিসেবে আফতাব রয়েছে বাংলাদেশ টাইগার্স দলে। আর ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন চট্টগ্রামের ছেলে নাঈম হাসান।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআবার কোভিডে আক্রান্ত কোচ সিডন্স