বাংলাদেশ ‘এ’ ও এইচপি দলের ম্যাচ ড্র

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:২৭ পূর্বাহ্ণ

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল এবং হাই পারফরম্যান্স (এইচপি) দলের ম্যাচটি ড্র হয়েছে। শনিবার শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে ‘এ’ দল। এইচপির লক্ষ্য দাঁড়ায় ৫৮ ওভারে ৩৬৬। ৪০ ওভারে তারা ৩ উইকেটে ১৪৮ রান তোলার পর বৃষ্টিতে ম্যাচ শেষ হয় ঘণ্টা দেড়েক আগেই। শেষদিনের উল্লেখযোগ্য দিক মিঠুনের সেঞ্চুরি ও ইয়াসিরের সেঞ্চুরি না পাওয়া। শতরানের সম্ভাবনায় এগিয়ে থেকে দিন শুরু করা ইয়াসির থমকে যান ১৪ রান দূরে। আগ্রাসী ব্যাটিংয়ে আগের দিন ৬৫ রান করা ইয়াসির এ দিন ছিলেন একটু সতর্ক। তার পরও সেঞ্চুরিটা পাওয়া হয়নি তার। ১১৬ বলের ইনিংসটি থামে ৮৬ রানে। মিঠুনের সঙ্গে তার জুটিতে যোগ হয় ১৫৫ রান। মিঠুন এরপর এগিয়ে যান ইরফান শুক্কুরের সঙ্গে জুটিতে। প্রথম ইনিংসে ব্যর্থ ইরফান এ দিন বেশ সাবলিল ব্যাটিং করেন। দুজনের জুটিতে রান আসে অনায়াসে। তানভিরকে বেরিয়ে এসে খেলতে গিয়েই বোল্ড হন তিনি ৩৭ রান করে। মিঠুনকে থামানো যায়নি। ২০৬ বলে স্পর্শ করেন শতরান। ৭ চার ও ১ ছক্কায় মিঠুন তিন অঙ্ক ছোঁয়ার পরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মোমিনুল। ৫৮ ওভারে ৩৬৬ রান করে ম্যাচ জয়ের সুযোগ এইচপি দলের ছিল না। ছিল ব্যাটিং অনুশীলন আর নিজেদের মেলে ধরার সুযোগ। সেই চেষ্টায় ৪০ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করে তারা। চট্টগ্রামের ছেলে অফ স্পিনার নাঈম হাসান ১৬ ওভার বল করে ২ মেডেনে ৪৮ রানে ২টি উইকেট লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধএক্সবক্স-এ চলবে সর্বশেষ সংস্করণের এজ ব্রাউজার
পরবর্তী নিবন্ধসিজেকেএস ভলিবল লিগে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধি সভা আজ