বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার লীলাভূমি : সৈয়দ নজরুল

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, ধর্ম মানুষের কল্যাণের জন্য। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ স্থাপিত হয় শান্তির বার্তা ছড়াতে। ধর্মচর্চার মাধ্যমে মানুষ বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার লীলাভূমি। এখানে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে।

মোহরার রক্ষাকালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের শান্তির বাণী পৌঁছে দেবে। তিনি গত ৫ মে নগরীর পূর্ব মোহরা সুয়ারমার পাড়া সার্বজনীন রক্ষাকালী মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রক্ষাকালী মন্দির কমিটির আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন তাপস দে। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর মো. কাজী নুরুল আমিন মামুন, প্রদীপ কুমার চৌধুরী টিংকু, সফিউল আজম খান, রানা মজুমদার, জনি চৌধুরী, শিবলু ঘোষ।

ধর্মীয় আলোচক ছিলেন অধ্যক্ষ গৌরহরি দাস ব্রহ্মচারী। রঞ্জিত দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অজিত দাশ। উপস্থিত ছিলেন জুয়েল দাশ, পরিমল দাশ, কানু দাশ, আশুতোষ দাশ, নরত্তোম দাশ, বিধান দাশ, সুমন দাশ, রূপকুমার দাশ, কাজল দাশ প্রমুখ। এছাড়া দু’দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, সঙ্গীতানুষ্ঠান ও নাটক, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মসভা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাছবাড়িয়া সরকারি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আধুনিক মানের মহাশ্মশান নির্মিত হবে : মেয়র জহুর