বাংলাদেশে ফাইজারের টিকার অনুমোদন

করোনাভাইরাস

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৭ মে, ২০২১ at ৬:২২ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করা করোনাভাইরাসের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিডিনিউজ
আজ বৃহস্পতিবার (২৭ মে) অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ নিয়ে বাংলাদেশ করোনাভাইরাসের মোট চারটি টিকা অনুমোদন পেল।
এর আগে ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হালদায় মা মাছ ডিম ছেড়েছে
পরবর্তী নিবন্ধপরকালের ভয় দেখিয়ে বলাৎকার: পাহাড়তলীতে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার