বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রতিশ্রুতি

ওমান আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রদূত মিজান

পলাশ শীল, মাস্কাট (ওমান) থেকে | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ৯:০৩ অপরাহ্ণ

ওমানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাতকালে তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা এবং ভাস্কর্য বিরোধিতা নিয়ে বর্তমান বাংলাদেশে চলমান উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেন।
ঐ সময় বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন করা হয় এবং ওমান প্রবাসীদের মধ্যে যুবলীগের পক্ষ হতে মাস্ক বিতরণ করা হয়।
সেই সাথে ওমানে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন নেতৃবৃন্দ।
তারা ভবিষ্যতে ওমান প্রবাসী বাংলাদেশীদের জন্য দূতাবাসে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোরও আহ্বান জানান এ সময়।
ওমান আওয়ামী যুবলীগ যেকোনো পরিস্থিতিতে ওমান প্রবাসী বাংলাদেশীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ওমান যুবলীগ নেতৃবৃন্দ।
রাষ্ট্রদূত মিজানুর রহমান রাষ্ট্রীয় এবং ব্যক্তিগতভাবে সার্বিক সহযোগিতা এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমান যুবলীগের আহ্বায়ক এম তৌহিদুল আলম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক সাদেক হাসান ও মোহাম্মাদ আলাউদ্দিন আলো, মনির উদ্দিন খাঁন, ওমর ফারুক, হাজী নাজিম উদ্দীন জয়, রিয়াজ উদ্দিন, সাদ্দাম হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী
পরবর্তী নিবন্ধমোটরসাইকেলে ধাক্কা দিয়ে নূরকে হত্যাচেষ্টার অভিযোগ