বাংলাদেশিদের আউট করা সহজ নয় : শাহিন আফ্রিদী

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেস্টে পাকিস্তানী ফাস্ট বোলার শাহিন আফ্রিদির পারফরমেন্স ছিল দেখার মতো। বাংলাদেশি ব্যাটারদের সহজভাবে শিকার করেছেন তিনি। সে টেস্টে সেরা উইকেট শিকারীদের একজন শাহিন শাহ আফ্রিদি অবশ্য আপত্তিই করছেন এতে। পাকিস্তানের ফাস্ট বোলারের মতে, কাজটি মোটেও সহজ ছিল না। চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪৯ রানেই হারায় প্রথম ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি ছিল আরও করুণ। এবার ২৫ রানের মধ্যে প্রথম ৪ উইকেট হারায় বাংলাদেশ। পরে শেষ ৪ উইকেট পড়ে ৪ রানের মধ্যে। আফ্রিদি প্রথম ইনিংসে উইকেট নেন দুটি, তার পেস জুটির সঙ্গী হাসান আলি নেন ৫টি। দ্বিতীয় ইনিংসে ঠিক উল্টো। এবার হাসানের উইকেট দুটি, আফ্রিদির ৫টি। শেষ ইনিংসে নিজের তৃতীয় ওভারে তিন বলের মধ্যে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন আফ্রিদি। সেখান থেকে আর বের হতে পারেনি দল। ঢাকা টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, কঠিন পরীক্ষায় উতরে তবেই এমন সাফল্য ধরা দেয়। ‘টেস্ট ক্রিকেটে টানা দুই বলে উইকেট নেওয়া কখনোই সহজ নয়। সত্যিই কঠিন। টেস্ট ক্রিকেট এটির নাম কারণ এখানে প্রতিটি সেশন, প্রতিটি মিনিট কঠিন ক্রিকেট হয় ও গুরুত্বপূর্ণ। আমি ফুল লেংথে বল করার চেষ্টা করি এবং উপভোগ করি। বাংলাদেশের ব্যাটারদের উইকেট নেওয়া সহজ নয়। ওদের বেশ কজন ভালো ক্রিকেটার আছে। আমি শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরিকভারি প্রিমিয়ার লিগের উদ্বোধন