বাঁশখালী হামেদিয়া মাদ্রাসায় সালমা আদিল ফাউন্ডেশনের সহায়তা

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৪:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার ভবন নির্মাণে সহযোগিতা করছে সালমা আদিল ফাউন্ডেশন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারীর হাতে ফাউন্ডেশনের পক্ষে ইশতিয়াক উদ্দীন চৌধুরী ৫০ লাখ টাকার অনুদান চেক হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কঙ্গোর অনারারি কনসোল জিয়াউদ্দিন আদিল ও তার স্ত্রী সালমা খানমের সমাজ কল্যাণমূলক সংস্থা সালমা-আদিল ফাউন্ডেশন, যা দুস্থ মানুষের সেবায় কাজ করে আসছে। দাতার ইচ্ছেক্রমে তার মাতার নামে মাদ্রাসার ভবনটির নামকরণ করা হবে ‘আরিফা খানম ভবন’।
ইসলামী ব্যক্তিত্ব আহমদুল ইসলাম চৌধুরীর প্রচেষ্টায় বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। তার প্রচেষ্টায় একই কমপ্লেক্সের মধ্যে আরো প্রতিষ্ঠিত হয়েছে তরিকতের খানকাহ, জামে মসজিদ, এতিমখানা, হেফজখানা, একাডেমী (কিন্ডার গার্টেন)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনানুপুর লায়লা-কবির কলেজে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির প্রতিবাদ সমাবেশ