বাঁশখালীর শীলকূপে সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ আহত ৪

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৫:২১ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর গ্রামের আনজুমান পাড়ায় ৩ গণ্ডার জায়গা গতকাল শনিবার গভীর রাতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দখল করতে গিয়ে হামলার ঘটনা ঘটে।
হামলার খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের এসআই মো. আকতারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জায়গা দখলের সময় সস্ত্রাসীদের হামলায় মহিলাসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের বাঁশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ রবিবার (২২ নভেম্বর) হামলার ঘটনার ব্যাপারে আহত মিনার বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, শীলকূপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মনকিচর গ্রামের আনজুমান পাড়ায় মিনার বেগমের মালিকানাধীন জায়গায় শনিবার গভীর রাতে আবু তাহের ও হোছন গং ভাড়াটে লোক নিয়ে টিনের ঘর তৈরি করতে গেলে বাধা দেয়া হয়।
এ সময় প্রতিপক্ষের হামলায় নুর আহমদের স্ত্রী মিনার বেগম(৩৫), মো. আজিজের কন্যা লাকী আক্তার (২৩), মৃত আবদুর রহমানের স্ত্রী জরিনা বেগম (৬২), তার ছেলে বাহাদুর আলম (৩০) আহত হন।
খবর পেয়ে রাতেই ইউপি সদস্য মো. ইউসুফ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকে অস্ত্র ঠেকিয়ে হুমকি দেয়।
পরে বাঁশখালী থানার এসআই মো. আকতারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
শীলকূপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, “মিনার বেগমের জায়গা দখল করতে গেলে হামলার ঘটনা ঘটে।”
বাঁশখালী থানার এসআই নাজমুল হক বলেন, “রাতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপর্তুগালের গোল্ডেন ভিসার যুগ শেষ হতে চলেছে!