বাঁশখালীর নিচু এলাকা প্লাবিত (ভিডিও দেখুন)

ঘূর্ণিঝড় ‘ইয়াস’

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৬ মে, ২০২১ at ১:২৮ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর কার‌ণে বাঁশখালীর উপকূলীয় এলাকা ও জলকদর খা‌লে পা‌নি বৃ‌দ্ধি পাওয়ায় নিচু এলাকা প্লা‌বিত হ‌চ্ছে। উপকূলীয় এলাকায় জোয়ারের পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে।
শে‌খেরখীল, গুইল্যাখা‌লি ও ফাঁড়ির মুখ এলাকায় বেড়িবাঁধ উপচে পানি ঢুকেছে লোকালয়ে।
এছাড়া, সাগর উপকূলের অ‌ধিকাংশ এলাকায় সাগর উত্তাল র‌য়ে‌ছে।
আজাদী’র বাঁশখালী প্রতিনিধি কল্যাণ বড়ুয়ার পাঠানো ভিডিও দেখার জন্য ক্লিক করুন:https://www.facebook.com/DainikAzadi/videos/203842811566008

পূর্ববর্তী নিবন্ধ১২ জুন পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে হাতির দু্ইটি দাঁতসহ গ্রেফতার ২